অন্যান্য

মোবাইল ফোন করোনামুক্ত রাখবেন যেভাবে

আপনার হাতের স্মার্টফোনটিতে বাড়ির টয়লেট সিটে থাকা জীবাণুর চেয়েও ১০ গুণ বেশি জীবাণু আছে। এ কথা গবেষকদের। এই জীবাণু থেকে হতে পারে নানা রোগ। আর এখন তো করোনাভাইরাসের আতঙ্কে তটস্থ পুরো বিশ্ব। তাই পরিচ্ছন্নতাই নিরাপদ থাকার সবচেয়ে উপযুক্ত উপায় মনে করছে সবাই। আসুন জেনে নেয়া যাক মোবাইল ফোন করোনামুক্ত রাখার কৌশল।

অ্যাপল আইফোন পরিষ্কার রাখার নির্দেশনা প্রকাশ করেছে সম্প্রতি। গুগলও তাদের পিক্সেল ব্যবহারকারীদের জানিয়েছে ফোন পরিষ্কার করার কৌশল। স্যামসাং যদিও কোনো নির্দেশনা দেয়নি; তবে প্রতিটি ফোনের বাইরের অংশ প্রায় একই উপাদানে তৈরি বলে অ্যাপল ও গুগলের দেওয়া নির্দেশনাই স্যামসাংয়ের ফোনের বেলায় খাটানো যেতে পারে।

যা লাগবে
১. দুটো নরম মসৃণ কাপড়
ফোন মোছার জন্য নরম মসৃণ কাপড় ব্যবহার করুন। শক্ত কাগজ বা অমসৃণ কাপড় কাচের তৈরি ফোনের পর্দার ক্ষতি করতে পারে।

২. ক্ষারমুক্ত সাবান বা স্যানিটাইজার
ফোনের পর্দায় বা প্রটেক্টরে ওলেওফোবিক আবরণ ব্যবহার করা হয়। এই আবরণ খুবই স্পর্শকাতর। এতে কোনোভাবেই ক্ষারযুক্ত ও ভারী রাসায়নিকযুক্ত সাবান বা দ্রবণ ব্যবহার করা যাবে না। অ্যাপল তাদের আইফোন ব্যবহারকারীদের এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

৩. পানি
সাবানের সঙ্গে মেলানোর জন্য পানির প্রয়োজন। স্যানিটাইজার ব্যবহার করলে পানির প্রয়োজন নেই।

৪. টুথপিক বা কটনবাড
সিমকার্ড রাখার খাপ বা হোল্ডার পরিষ্কারের জন্য।

স্মার্টফোন জীবাণুমুক্ত করতে পরিষ্কারক ব্যবহার করতে পারেন। ছবি: রয়টার্স

 

যেভাবে পরিষ্কার করবেন
১. সবার আগে জানতে হবে আপনার ফোনটি কতটা পানিনিরোধক। সেটা বুঝে ঠিক করুন ফোন পরিষ্কারের জন্য কতটা পানি ব্যবহার করা নিরাপদ হবে। সবচেয়ে ভালো, সরাসরি পানি ব্যবহার না করে সতর্ক থাকার জন্য ভেজা টাওয়েল ব্যবহার করা।

২. ফোনের সঙ্গে কোনো কেবল লাগানো থাকলে খুলে ফেলুন। ফোন বন্ধ করুন। খেয়াল রাখবেন, ফোনের ও আপনার, কারও ক্ষতিই যেন না হয়।

৩. হালকা ক্ষারমুক্ত সাবানের সঙ্গে পানি মেলান। নিজের বিবেচনায় সাবান-পানির অনুপাত ঠিক করুন।

৪. এক টুকরা নরম মসৃণ কাপড় সাবান-পানির মিশ্রণে ভিজিয়ে নিন। এরপর কাপড় থেকে অতিরিক্ত পানি ভালোভাবে ঝরিয়ে নিন।

৫. পানি ঝরানো ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছুন। ফোনকে সরাসরি সাবান-পানির মিশ্রণে ডোবাবেন না, আপনার ফোন যতই পানিনিরোধক হোক না কেন।

৬. এবার এক টুকরা শুকনো নরম মসৃণ কাপড় দিয়ে ফোন মুখে নিন।

৭. সিমকার্ড হোল্ডার থেকে সিম খুলে নিন। সেদিকও চাইলে পরিষ্কার করতে পারেন। তবে এটা বাধ্যতামূলক নয়।

৮. সাবান-পানির মিশ্রণে কটনবাড ডুবিয়ে নিন। আঙুল দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।

৯. সিমকার্ড ঢোকানোর ট্রে ও স্থানটি ভেজা কটনবাড দিয়ে সাবধানে পরিষ্কার করুন। প্রয়োজনে টুথপিক দিয়ে সিমকার্ড ঢোকানোর স্থানের ময়লা বের করতে পারেন।

১০. শুকনো কাপড় দিয়ে সিমকার্ড ঢোকানোর ট্রে মুছুন। তারপর সব আবার জায়গামতো সেট করে ফোন চালু করুন। সূত্র: ম্যাশেবল

Facebook Comments

Related Articles

Back to top button