ভাইরাসের চেয়েও ক্ষুদ্র মানব প্রতিমূর্তি!

হ্যাঁ ঠিকই শুনেছেন। চিত্রের ভাস্কর্যটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ক্ষুদ্র মানব প্রতিমূর্তি যা ভাইরাসের চেয়েও ক্ষুদ্র। ইলেক্ট্রন মাইক্রোস্কোপের ছবিতে দেখা যাচ্ছে এটি মানুষের মাথার একটি চুলের উপর দাঁড়িয়ে আছে!

নির্মাতাঃ শিল্পী জন্টি হারউইটজ এটি নির্মান করেন। এই ভাস্কর্যটির উচ্চতা মাত্র ১০০ মাইক্রন যা এক মিলিমিটারের এক দশমাংস। এটি খোদাইয়ের কাজে শিল্পীকে সাহায্য করেন ন্যানো বিজ্ঞানী স্টিফেন হেন্সব্যাক।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে মাইক্রোস্কোপের মাধ্যমে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো একটি আলোকসংবেদী পলিমারে ফেলা হয়। এটি পলিমারের একটি ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করে। কম্পিউটারে ডিজাইনকৃত একটি ত্রিমাত্রিক মডেলের আকৃতি অনুযায়ী একবারে একটি করে পিক্সেল তৈরির মাধ্যমে পর্যায়ক্রমে সম্পূর্ন ত্রিমাত্রিক গঠনটি তৈরি করা হয়।
ব্যবহারঃ এই অতিনিখুঁত প্রযুক্তিটি চিকিৎসাক্ষেত্রে বিভিন্নভাবে কাজে লাগানো সম্ভব। উদাহরণস্বরুপ: ঝুঁকিপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের বদলে অঙ্গ সারাইয়ের জন্য কোনো টিস্যু বৃদ্ধির বহির্কাঠামো হিসেবে এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে।