চিকিৎসা

কোন ধরনের মাস্ক পড়ব? কাপড়ের না সার্জিকেল? মাস্ক বানানোর নিয়ম(ছবিসহ)।

21 / 100

সম্প্রতি আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষক দল বলেছে, লকডাউন ও অন্যান্য সতর্কতার পাশাপাশি জরুরি কাজে বাইরে চলাফেরার সময় সবাই মাস্ক ব্যবহার করলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই ১০ শতাংশ হারে কমে।
ওই গবেষক দল দক্ষিণ কোরিয়া, জাপান প্রভৃতি দেশ, যেখানে সবাই মাস্ক ব্যবহারে অভ্যস্ত, তার সঙ্গে ইতালির মতো দেশে করোনার বিস্তার ও মৃত্যুহারের তুলনা করে এই ফলাফল বের করেছে। মাস্ক! কাপড়ের না সার্জিকেল?

এখন আমরা কোন ধরনের মাস্ক ব্যবহার করব?

কারণ, মাস্ক তো অনেক রকম। সাধারণ দু-তিন পরত সুতি কাপড়ের তৈরি মাস্কও আছে, আবার আছে সার্জিক্যাল মাস্ক, যেমন এন৯৫ মাস্ক। কোনটা ব্যবহার করব। যেহেতু সার্জিক্যাল মাস্ক সাধারণত হাসপাতালে ডাক্তার-নার্সরা ব্যবহার করেন, তাই এটা খোলা বাজারে খুব কম পাওয়া যায়। সব মানুষ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে চাইলে ডাক্তারদের মাস্কে টান পড়বে।

ইতিমধ্যে আমেরিকায়ও হাসপাতালে সার্জিক্যাল মাস্কের ঘাটতি দেখা দিয়েছে। আমাদের দেশে তো বটেই। আসলে সার্জিক্যাল মাস্ক ডাক্তার-নার্সদের দরকার, কারণ এতে রোগীর চিকিৎসার সময় ডাক্তারের নিরাপত্তা শুধু নয়, রোগীরও নিরাপত্তার জন্যও বিশেষ দরকার। তাই চিকিৎসকদের চাহিদা অবশ্যই মেটাতে হবে। না হলে চিকিৎসায় রোগী-চিকিৎসক উভয়েরই বিপদের আশঙ্কা থাকবে।
এই বিষয়ে সম্প্রতি আমেরিকার সিডিসি (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে, সাধারণ নাগরিকেরা যেন কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করে (সূত্র: ওয়েব এমডি, ডু ক্লথ ফেইস মাস্ক অ্যাকচুয়েলি ওয়ার্ক?, ১০ এপ্রিল ২০২০)। এতেই অনেক উপকার। কারণ, বাইরে থেকে বাসায় ফিরে সেই মাস্ক আমরা সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে আবার ব্যবহার করতে পারি। তাই সবার জন্য এটা সহজলভ্য। এমনকি বাসায় পরিষ্কার কাপড়ের দু-তিন পরত সেলাই করে আমরা নিজেরাও কাপড়ের মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারি।

সেলাই দ্বারা মাস্ক তৈরি

উপকরণঃ

2020 04 12 211601
প্রয়োজনীয় উপকরণ
  • দুটি ১০ “x ৬” সুতির কাপড়।
  • ৬” ইলাস্টিকের দুটি টুকরা (বা রাবার ব্যান্ড, স্ট্রিং, কাপড়ের স্ট্রিপ বা চুলের ব্যান্ড)
  • সুই এবং থ্রেড (বা ববি পিন)
  • কাঁচি
  • সেলাই যন্ত্র

কার্যপ্রণালীঃ

১. 20200412 195948
২. 20200412 195927
৩. 20200412 195738
৪. 20200412 195649

T-Shirt ফেস কভারিং

উপকরণঃ

  • T-Shirt
  • কাঁচি

কার্যপ্রণালীঃ

১. 20200412 195455
২. 20200412 195254
৩. 20200412 195130

পট্টি দ্বারা ফেস কভারিং

উপকরণঃ

  • পট্টি (বা স্কোয়ার সুতির কাপড় প্রায় ২০ “x ২০”)
  • রাবার ব্যান্ড বা চুলের ব্যান্ড
  • কাঁচি (যদি আপনি নিজের কাপড় কাটেন)

কার্যপ্রণালীঃ

১. 20200412 194958
২. 20200412 194836
৩. 20200412 194533
৪. 20200412 194414
৫. 20200412 194310
৬. 20200412 194126

Facebook Comments

Related Articles

Back to top button