বিবাহপূর্ব প্রয়োজনীয় রক্ত পরীক্ষা
আপনি বিয়ে করার কথা ভাবছেন? ঠিক আছে ভাবুন। তবে আরও কিছু ভাবতে হবে যা আগে হয়ত আপনার মাথায় আসেনি। যুগ পাল্টেছে। আবেগ থাকবে, তবে সেই আবেগে একটু স্পেস রাখতে হবে। বিয়ের সম্বন্ধ ফাইনাল করার আগে আপনি নীচের প্রয়োজনীয় রক্ত পরীক্ষাগুলো করিয়ে ফেলুন। আপনার হবু সংগীকেও পরীক্ষাগুলো করিয়ে নিতে বলুন। তারপর একে অন্যের সাথে শেয়ার করুন। আপনার পারিবারিক চিকিৎসককে বলুন উনার প্যাডে টেস্টগুলো লিখে দিতে।
1. CBC. রক্তশূন্যতা বা রক্তের অন্য কোন রোগ আছে কি না জানার জন্য।
2. Blood sugar 2 hour after breakfast. ডায়াবেটিস আছে কি না দেখার জন্য। নরমালের চেয়ে বেশী থাকলে OGTT এবং HbA1c করাতে হবে।
3. VDRL. সিফিলিস আছে কি না জানার জন্য। VDRL রিয়েক্টিভ হলে TPHA করে কনফার্ম করতে হবে।
4. HBsAg. হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি আছে কি না জানার জন্য।
5. Anti HBC. হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত কি না জানার জন্য।
6. Hb electrophoresis. হিমোফিলিয়া বা অন্য কোন বংশগত রক্ত রোগ আছে কি না জানার জন্য। হিমোফিলিয়া হলে বিয়ে করা উচিৎ নয়।
7. HIV. এইডসের জীবানু বহন করছেন কি না জানার জন্য।
8. Rubela antibody. পজিটিভ হলে চিন্তার কিছু নেই। তবে নেগেটিভ হলে অবশ্যই রুবেলা ভ্যাকসিন নিয়ে নিবেন।
আপনার চিকিৎসককে রিপোর্ট দেখান ও পরামর্শ নিন।
আগেই বলেছি আবেগ থাকতে পারে, তবে বিবেকবুদ্ধির জন্য একটু স্পেস রাখুন।