অবাক বিশ্ব

ব্রেইন ফ্যাক্ট : হুট করে ভুলে গেলেন কেন আপনি এই রুমে এলেন!!

প্রায়শই আমাদের সাথে এমনটা হয়। কোনো একটা কাজে আমরা এক রুম থেকে আরেক রুমে যাওয়া মাত্রই দরজার কাছে এসে ভুলে যাই, “আচ্ছা কেন যেন এই রুমে এলাম!!”। এটা হচ্ছে ব্রেইন ফ্যাক্ট ভুলে যাওয়া।

আবার অনেক সময় মোবাইলের স্ক্রিন অন করলেন সময় দেখার জন্য, কিন্তু তা না করেই আবার স্ক্রিন অফ করে দিলেন। এমন ঘটনার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত।

আমেরিকার নটরডেম ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে,  এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পথে আপনি যখনই দরজার কাছে আসেন, তখন আপনার ব্রেইন নতুন রুমের জন্য ব্রেইন ফাঁকা করে। যাতে আপনি নতুন রুমে প্রবেশ করে নতুন অভিজ্ঞতা নিতে পারেন। এজন্য আগের রুমে করা প্ল্যান যেটি আপনার শর্ট টার্ম মেমোরিতে ছিল সেটি অটো মুছে যায়। এজন্যই আমরা ভুলে যাই। এই ঘটনাকে বলা হয় Event Boundary।

তথ্যসূত্রঃ https://news.nd.edu/news/walking-through-doorways-causes-forgetting-new-research-shows/

Facebook Comments

Related Articles

Back to top button