SHAREit এর দিন ফুরলো, এসে গেল Files by Google।

আপনি কি SHAREit এর ফাইল শেয়ারিং নিয়ে বিরক্ত? ফাইল শেয়ার করতে গিয়ে ভিডিও এড দেখে মাথা গরম হয়ে যাচ্ছে? দুইদিন পর পর আপডেট দিতে দিতে মেজাজটাও বিগড়ে যাচ্ছে?
তাহলে আপনার জন্য বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল নিয়ে এলো তাদের নিজস্ব ফাইল শেয়ারিং সফটওয়্যার Files by Google: Clean up space on your phone।

এই এপ এর সাহায্যে ৩ টি কাজ করা যায় যার জন্য বর্তমানে আমাদের ৩টি এপস প্রয়োজন হয়।
আমরা প্রতিনিয়ত ফোনের মেমরি ক্লিন করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, থার্ড পার্টির সফটওয়্যার হওয়ার কারণে আমাদের ফোনের ফাইলস গুলো হুমকির সম্মুখীন থাকে, গুগলের নিজস্ব সফটওয়্যার হওয়ার কারণে সেই দুঃচিন্তা আর করতে হবেনা আমাদের। আর আমরা সকলেই জানি যে বর্তমান বাজারের বেশিরভাগ স্মার্ট ফোন গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে।
এই এপসের দ্বিতীয় ফিচারটি হলো File Manager এর কাজ। আমরা ফোনে ফাইল ম্যানেজার নামক একটি সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু যদি আমরা গুগলের Files সফটওয়্যার টি ডাউনলোড করে নিই তাহলে আলাদা করে ফাইল ম্যানেজার নামক এপটি আমাদের ব্যবহার না করলেও চলবে।
তৃতীয় এবং আসল ফিচারটি হলো ফাইল শেয়ারিং
বর্তমানে বাজারে ফাইল শেয়ারিংয়ের জন্য আমরা বেশিরভাগ ফোনে SHAREit নামক সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু এই সফটওয়্যার নিয়ে আমরা সবাই বিরক্ত, কারন এই সফটওয়্যার তাদের বাণিজ্যিক লাভের জন্য প্রতিনিয়ত আপডেট দিচ্ছে আর ইউটিউবের মত ভিডিও দেখার ফিচার যোগ করে নিয়েছে। কাউকে কোন ফাইল দিতে হলে SHAREit এ ঢুকা মাত্র এসব বাজে ভিডিও অটো প্লে হবার কারণে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যা থেকে মুক্তি দিতেই মূলত গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব ফাইল শেয়ারিং এপ্স Files by Google।

এখানে কোন ঝামেলা ছাড়াই আপনি ফাইল শেয়ার করতে পারবেন। তবে শর্ত থাকে যে যার মোবাইলে ফাইল শেয়ার করতে চান তার মোবাইলেও Files by Google সফটওয়্যারটি ইন্সটল করা থাকতে হবে।
সবচেয়ে বড় কথা হলো এপটির সাইজ মাত্র ৬.৭০ এমবি। যা SHAREit এর সাইজ থেকে অনেক অনেক কম।
তাই আমরা সবাই Files by Google এপটি ইন্সটল করে নিব, SHAREit কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করব। হ্যাপি শেয়ারিং।
ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.files