অন্যান্য

মহাসাগরে নিজেদের সামরিক আধিপত্য টিকিয়ে রাখতে রোবোটিক সাবমেরিন নিয়ে আসছে মার্কিন নৌ বাহিনী

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী পৃথিবীর বুকে থাকা সুবিশাল মহাসাগরে তার সামরিক আধিপত্য আগামী ১০০ বছর পর্যন্ত ধরে রাখতে সম্পূর্ণ এক নতুন প্রযুক্তির রোবটিক সাবমেরিন সার্ভিস আনতে যাচ্ছে। সাবমেরিনের ক্রু এবং নাবিকের মৃত্যু ঝুঁকি এড়িয়ে মহাসাগরের বুকে দীর্ঘ সময় সামরিক মিশন পরিচালনার জন্য উচ্চ প্রযুক্তির ‘ওরকা’ নামক রোবটিক সাবমেরিন তৈরির কাজ শুরু করে দিয়েছে মার্কিন জায়ান্ট বোয়িং এভিয়েশন কর্পোরেশন।

এই ধরণের নতুন রোবটিক সাবমেরিন পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে এবং এটিকে কোন গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করার কোন প্রয়োজন হবে না। মানুষ্যবিহীন ‘ওরকা’ রোবটিক সাবমেরিনটি শত্রুর অবস্থান সনাক্ত বা নজরদারি করার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু পক্ষের সাবমেরিন এবং ব্যাটল শীপে কিংবা ভূমি ভিত্তিক কোন সামরিক স্থাপনায় ভয়ঙ্কর হামলার উপযোগী করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

এই সাবমেরিন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কমাণ্ড এবং নিজস্ব সফটওয়্যার কোডিং সিস্টেম ব্যবহার করে সমুদ্রে টহল থেকে শুরু করে একেবারে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে শত্রু পক্ষের হামলা ও অগ্রযাত্রা রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং তৎপরতার যোগ্য জবাব দিতে সুবিশাল প্রশান্ত মহাসাগরের বুকে অদূর ভবিষ্যতে এটাক রোবটিক সাবমেরিন নামাতে যাচ্ছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন নৌবাহিনী প্রাথমিকভাবে মানববিহীন এরুপ পাঁচটি ‘ওরকা’ এক্সট্রা লার্জ আননেইমড আণ্ডারসী ভ্যাসেলস (এক্সএলইউইউভি) রোবটিক সাবমেরিন তৈরির জন্য মার্কিন এভিয়েশন জায়ান্ট বোয়িং কর্পোরেশনের সাথে ২৭৪.৪০ মিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে। ৫১ ফুট দৈর্ঘ্যের ‘ওরকা’ রোবটিক সাবমেরিনকে মাইন কাউন্টারমেজারস, এন্টি-সাবমেরিন ওয়ারফার, এন্টি সারফেস ওয়ারফার, ইলেকট্রনিক্স ওয়ারফার এবং কমব্যাট স্টাইক মিশনের জন্য বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

বোয়িং এর ভাষ্যমতে, ‘ওরকা’ এক্সট্রা লার্জ আননেইমড আণ্ডারসী ভ্যাসেলস (এক্সএলইউইউভি) রোবটিক সাবমেরিন একবার জ্বালানী নিয়ে সমুদ্রের বুকে ৬,৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত সামরিক মিশন পরিচালনা করতে সক্ষম এবং ২০২২ সাল থেকে পর্যায়ক্রমে ইউএস নেভীতে কমিশনিং লাভ করতে পারে।

Facebook Comments

Related Articles

Back to top button