অন্যান্য

কম্পিউটারের স্পিড বাড়ান

কম্পিউটারের গতি কমে গেলে আমরা নানান বিড়ম্বনার শিকার হই, এতে করে আমাদের সময় এবং কাজের গতি দুইটাই নষ্ট হয়। আসুন আজকে দেখি কীভাবে ল্যাপটপ/পিসি এর গতি বৃদ্ধি করা যায়-

১. কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইন্সটল করার পরেই প্রথম কাজ হবে এন্টিভাইরাস ইন্সটল করা। লাইসেন্স কপি এন্টিভাইরাসের চাইতে Windows 7 এ Microsoft Security Essential ইন্সটল করলে ভালো কাজ করে। এটা মাইক্রোসফট ওয়েবসাইটে ফ্রি পাবেন, যা নিয়মিত আপডেটও হয়। Windows 8 বা 10 এ ডিফল্ট এন্টিভাইরাস Windows Defender ইন্সটল থাকে। তাই আলাদা এন্টিভাইরাস ইন্সটলের প্রয়োজন নেই। কিছু লাইসেন্স কপি এন্টিভাইরাস কিন্তু পিসি স্লো করে দেয়।

২. শুধু এন্টিভাইরাস রাখলেই হবে না, সাথে যেকোনো একটা Anti Malware tools ও ইন্সটল করা ভালো। তিনটা ভালো টুলস হচ্ছে, Malwarebytes, Hitmanpro এবং Zemana। আমি Malwarebytes ব্যবহার করি। এগুলোর ফ্রি ভার্সন গুগলে সার্চ দিলেই পাবেন। খুঁজলে ফুল ভার্সন ক্র্যাকও পেতে পারেন!

৩. CCleaner সফটওয়্যরটি ইন্সটল করুন এবং নিয়মিত Run করুন। সাথে Registry Clean ও চালাবেন।

৪. Windows সহ সকল সফটওয়্যারের অটো আপডেট বন্ধ রাখুন

৫. ব্রাউজার হিসেবে Google Chrome ব্যবহার করতে পারেন।

৬. কম্পিউটার চালু করার কিছুক্ষণ পরেই Task Manager চেক করে দেখুন কোনো অপ্রয়োজনীয় Process চালু আছে কিনা? এটা অবশ্য অভিজ্ঞতা ছাড়া বুঝা খুব কঠিন। তবে এখানে যেকোনো Update, Windows Activation, Auto Detect (অবশ্যই বন্ধ করতে হবে), Google Crash or Google Crash Handler ইত্যাদি বন্ধ করে দিন। বন্ধ করার নিয়ম: টাস্কবারে মাউসের রাইট ক্লিক দিয়ে Task Manager ক্লিক দিন। এরপর যে প্রসেস বন্ধ করতে চান, তার উপর মাউসের রাইট ক্লিক দিয়ে End Task এ ক্লিক দিন।

৭. যারা অফিস ২০১৬ ব্যবহার করেন তারা যদি দেখেন পিসি খুব স্লো হয়ে গেছে তাহলে উপরের নিয়মে Task Manager থেকে Microsoft Office Click-to-run প্রসেস একটা রেখে বাকীগুলো বন্ধ করে দিন।

৮. উপরের নিয়মে Task Manager ওপেন করে Start Up ট্যাবে দেখুন কোন কোন প্রোগ্রাম চালু আছে। অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো বন্ধ করে দিন।

৯. Free সকল অফার বর্জন করুন। বাজে সাইট ভিজিট করবেন না।

এছাড়া আরও কিছু কাজ করতে পারেন
১. উইন্ডোজ কী+R চাপুন
২. temp লিখে ok দিয়ে ফাইলগুলো ডিলিট করুন।
৩. একইভাবে %temp% লিখে ফাইলগুলো ডিলিট করুন
৪. তারপর prefetch লিখে ফাইলগুলো ডিলিট করুন
৫. এরপর recent লিখে ফাইলগুলো ডিলিট করুন
৬. একইভাবে tree লিখে ok চাপুন কয়েকবার, এতে সিস্টেম রিফ্রেশ হবে।
৭. recycle বিন অপেন করে ফাইলগুলো ডিলিট করুন
৮. সি ড্রাইভের উপর কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ যান, সেখান থেকে Disk cleanup এ ক্লিক করে ডিস্ক ক্লিয়ার করুন।
আশা করি এই কাজগুলো করলে আপনার পিসি/ল্যাপটপ এর কাজের গতি বৃদ্ধি পাবে।

ধন্যবাদ সবাইকে। হ্যাপি কম্পিউটিং।

Facebook Comments

Related Articles

Back to top button