অন্যান্য

স্লো ফোন ফাস্ট করতে ক্লিয়ার করতে হবে ক্যাশ মেমোরি

প্রায়ই স্মার্টফোন স্লো সমস্যার কথা শোনা যায় ব্যবহারকারীদের মুখে। স্মার্টফোন কেনার কয়েক মাস না যেতেই ধীরগতি নিয়ে একটা অভিযোগ থাকে। চিন্তায় পড়েন, মোবাইল স্লো হলে ফাস্ট করার উপায় কী। বেশির ভাগ ক্ষেত্রেই ফোনের স্টোরেজ কানায় কানায় ভর্তি হওয়ার কারণেই স্লো হতে থাকে। বিশেষ করে, অ্যাপ ক্যাশ মেমোরি ফোন স্লো হওয়ার অন্যতম কারণ। নিয়মিত ফোনের ক্যাশ মেমোরি ক্লিয়ার করলে ফোনের ধীরগতি কিছুটা কমে। আজকের যুগান্তর টিপসে ফোন ফাস্ট করতে ক্যাশ ক্লিয়ার করার উপায় লিখেছেন- আহমাদ সাইফ

স্মার্টফোনে নানা প্রয়োজনে প্রচুর অ্যাপ ডাউনলোড করতে হয়। এসব অ্যাপে নির্দিষ্ট স্পেসের বাইরেও ক্যাশ মেমোরি তৈরি হয় যা স্মার্টফোনের স্টোরেজ কমায়। অ্যাপ ডিলিট করার পরও অনেক সময় সমাধান হয় না কেননা- অ্যাপ ডিলিট করার আগে অ্যাপের ক্যাশ মেমোরি খালি করতে হয়। তাহলেই ফোনের স্টোরেজ অনেকখানিই ফাঁকা হয়।

যেভাবে ব্রাউজারের ক্যাশ মেমোরি খালি করবেন

বেশিরভাগ অ্যানড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ব্যবহৃত হয়। যদিও, অন্যান্য ব্রাউজারেও ক্যাশ ক্লিয়ার করার উপায় একই। অ্যানড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করার পদ্ধতি-

* প্রথমে স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে।

* এরপর ডান দিকে উপরে মেনু বাটন সিলেক্ট করুন।

* মেনু বাটন থেকে সেটিংস সিলেক্ট করতে হবে।

* এবার সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন বেছে নিন।

* তার পরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা সিলেক্ট করতে হবে।

* নির্দিষ্ট কোনো সময়কালের ক্যাশে ডিলিট করতে চাইলে টাইম রেঞ্জ থেকে তা সিলেক্ট করা যাবে।

* শুধু ক্যাশ ডিলিট করতে চাইলে ব্রাউজার হিস্ট্রি ও কুকিজ অ্যান্ড সাইট ডাটা অপশন আনচেক করে দিন।

* সবশেষে ক্লিয়ার ডাটা অপশন সিলেক্ট করুন।

ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করার কথা সবার আগে মনে হলেও ক্যাশে মেমোরি ক্লিয়ার করার কারণে ফোনের পারফরম্যান্সে বিপুল পরিবর্তন হবে।

অ্যাপ ক্যাশ মেমোরি ক্লিয়ার করার পদ্ধতি

* অ্যানড্রয়েড স্মার্টফোনে সেটিংস ওপেন করুন।

* এবার স্টোরেজ সিলেক্ট করুন।

* আদার অ্যাপস সিলেক্ট করুন।

* কোন অ্যাপ কত স্টোরেজ ব্যবহার করে, সেই অনুযায়ী এখানে পরপর সব অ্যাপ দেখতে পাবেন।

* যে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান সেই অ্যাপ সিলেক্ট করুন।

* এবার ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করলেই ক্যাশ খালি হয়ে যাবে ফোন থেকে।

উল্লখ্য, ফোনের সব ক্যাশে মেমোরি ক্লিয়ার করতে ‘ক্লিয়ার স্টোরেজ’ সিলেক্ট করুন। এর ফলে সব ক্যাশে ডেটা ক্লিয়ার হলেও আপনার ফোনে সব অ্যাপ থেকে যাবে।

Facebook Comments

Related Articles

Back to top button