মহাকাশ

চাঁদের অদেখা পিঠ!

10 / 100

চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তার নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতেও একই সময় লাগে। তাই আমরা পৃথিবী থেকে চাঁদের একটি পিঠই সর্বদা দেখি, এ ধরণের পরিস্থিতিকে বলা হয় tidal locking। চাঁদের অদেখা পিঠটি আমরা প্রথম দেখতে পাই ১৯৫৯ সালে যখন সোভিয়েত ইউনিয়নের পাঠানো লুনার প্রোব-৩ চাঁদের অন্যপাশের ছবি তুলে পৃথিবীতে পাঠায়।

1581647620261
চাঁদের অদেখা পিঠ

উপরের ছবিতে চাঁদের অন্য পিঠটি দেখতে পাচ্ছি যা আমরা পৃথিবী থেকে দেখি না। এই পিঠে উল্কার আঘাতে তৈরি বিপুল পরিমাণ ক্রেটার দেখা যাচ্ছে। চাঁদে বায়ুমন্ডল নেই, বৃষ্টিপাত, ভূমিক্ষয় প্রভৃতি নেই এবং এর ভূতাত্বিক কার্যক্রমও নেই। তাই এর পৃষ্ঠের উল্কার আঘাতে সৃষ্ট গর্তগুলো অবিকৃত থেকে যায় দীর্ঘ সময়। নিচের ছবিতে পৃথিবী থেকে দৃশ্যমান পিঠটি দেখা যাচ্ছে।

1581647608415
আমরা সবসময় চাঁদের যে পিঠটি দেখি
Facebook Comments

Related Articles

Back to top button