মহাকাশ

নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরিতে ধরা পড়লো সূর্যের ‘হাসি’

নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে সূর্যের হাস্যোজ্জ্বল ছবি। ছবিটি টুইটারে প্রকাশ করে নাসা বলেছে সূর্য হাসছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাসা লিখেছে, নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি সূর্যের ‘হাসি’র ছবি তুলেছে। ছবিতে সূর্যের বুকে একটি হাসির আকৃতি ফুটে উঠেছে।

ছবিটি প্রকাশের পর থেকে অনেকেই এই ছবিটিকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন, সূর্যকে একটি হ্যালোয়েন কুমড়ার মতো মনে হচ্ছে। আবার অনেকেই এটিকে সিংহের মুখের সাথে তুলনা করেছেন।

তবে সূর্যের এই বন্ধুত্বপূর্ণ চেহারা দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সূর্যের এই আকৃতির মানে শনিবার (২৯ অক্টোবর) পৃথিবীতে একটি সৌর ঝড় হতে পারে।

Facebook Comments

Related Articles

Back to top button