মহাকাশ

এবার নক্ষত্র থেকে এলো রেডিও সিগন্যাল

এবার নক্ষত্র থেকে পৃথিবীতে এলো রহস্যময় রেডিও সিগন্যাল। এই তরঙ্গের মাধ্যমে ওই নক্ষত্র তার আশপাশের গ্রহদের অস্তিত্বেরও ইঙ্গিত দিচ্ছে। জানা গিয়েছে, এই সমস্ত রেডিও তরঙ্গ বিশ্বের সব চেয়ে শক্তিশালী রেডিও অ্যান্টেনার মধ্যে ধরা পড়েছে। নেদারল্যান্ডসে রয়েছে এই শক্তিশালী রেডিও অ্যান্টেনা।

এ সিগন্যাল পর্যবেক্ষণ করেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বেঞ্জামিন পোপ এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরিতে থাকা তার সহকর্মীরা।

১৯টি লাল বামন নক্ষত্র থেকে এইসব রেডিও তরঙ্গ আসছে বলে শনাক্ত করা গিয়েছে। এদের মধ্যে অন্তত চারটি নক্ষত্রকে তাদের আশপাশের প্রদক্ষিণকারী গ্রহের অবস্থান দ্বারা ভালভাবে ব্যাখ্যা করা গিয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের গ্রহরা শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠায়, এ মোটামুটি সবাই জানে। বলা হচ্ছে, এইসব গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র যখন সৌরঝড়ের মুখোমুখি হয়, তখন রেডিও তরঙ্গের সৃষ্টি হয়। তবে ‘আওয়ার সোলার সিস্টেমে’র বাইরেও যে রেডিও তরঙ্গের বিস্ফোরণ ঘটে এবং তার মাধ্যমে অন্য গ্রহের অস্তিত্ব জানা যায়, সেকথা নতুন করে জানা গেল।

Facebook Comments

Related Articles

Back to top button