ব্যর্থ হলো ভারতের নতুন স্যাটেলাইট অভিযান

যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হলো ভারতের নতুন স্যাটেলাইট অভিযান। ইওএস-০৩ নামের স্যাটেলাইট উেক্ষপণের পর কক্ষপথে পৌঁছতে পারেনি।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটে করে স্যাটেলাইট উেক্ষপণের পরই সে খবর টুইট করে জানিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু তারপরই তাল কাটে।
ইসরো জানায়, প্রথম ও দ্বিতীয় ধাপে রকেটের কার্যক্রম স্বাভাবিকই ছিল। কিন্তু তৃতীয় ধাপ অর্থাত্, চূড়ান্ত ধাপে যাওয়ার পর এতে কারিগরি গোলযোগ দেখা দেয়। তাছাড়া, ক্রায়োজেনিক স্তরে ত্রুটি থাকার ফলে উপগ্রহটিকে কক্ষপথে বসানো যায়নি বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান। চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান ছিল এটি।
চার বছর পর এই প্রথম ব্যর্থ হলো স্যাটেলাইট মিশন। পৃথিবীতে ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার জন্য উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইটটি।