চাইনিজরা কি সত্যি এলিয়েনের সন্ধান পেয়েছে?
গত ১৪ই জুন চায়নিজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অফিসিয়াল দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় । সেই সংবাদে দাবী করা হয় যে তারা চায়নায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ (FAST) বা চাইনিজ স্কাই আই টেলিস্কোপ দিয়ে এমন কিছু কম তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত পেয়েছেন যা হয়তো অন্য কোনো গ্রহে থাকা কোনো বুদ্ধিমান প্রাণীর হতে পারে। চাইনিজ সংবাদ মাধ্যমের এই দাবীর পর বিজ্ঞানীর সমাজে হইচই পরে যায়।
সংবাদটি চায়না বেইজিং নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ও চায়না বর্হিগ্রহে সভ্যতার সন্ধানকারী টিমের (China extraterrestial civilization research group) মূখ্য বিজ্ঞানী জ্যাং তংজি (Zhang Tonjie) এর বক্তব্যের উপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়। জ্যাং তংজির মতে তার দল চায়নায় থাকা পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ (FAST) এ এমন কিছু সিগনাল পেয়েছেন যা অন্যগ্রহে অবস্থিত কোনো প্রাণীর যন্ত্রাংশ থেকে আশা সংকেত হতে পারে।
FAST এর পূর্ণরুপ হলো Five hundred meter aperture spherical telescope. এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ।
আসলেই কি এটি কোনো এলিয়েনের সংকেত?
এই সংবাদ প্রকাশের পর স্পেস নিউজের সাংবাদিক অ্যান্ড্রু জনস এক টুইটে বলেন, এটা অবশ্যই আকর্ষণীয় খবর কিন্তু এখনই এতো উত্তেজিত হওয়ার কিছু হয়নি।
১৬ই জুন ফিউচারিজম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের Search For Extraterrestrial Intelligence(SETI) গবেষক ডেন অরথাইমার বলেন, যে সিগনালটা আমরা পেয়েছি সেটা আসলে রেডিও ইন্টাফেয়ারেন্স বা রেডিও ব্যাতিচার। সিগনালটা আসলে অন্য কোনো গ্রহ থেকে আসেনি এটা এসেছে আমাদের থেকেই। অন্যগ্রহ থেকে আশা দূর্বল তরঙ্গদৈঘ্যের সংকেত ধরার সবচেয়ে বড় সমস্যা হলো পৃথিবীর রেডিও দূষণ। সমস্যা হলো যখনই এমন কোনো সংকেত ধরার চেষ্টা করা হয় তখনই নানা রকম তরঙ্গ হতে পারে তা কোনো মোবাইলের বা কোনো স্যাটেলাইটের এসে অনুপ্রবেশ করে।
এরকম ঘটনা এর আগেও হয়েছে ১৯৭৭ সালে পাওয়া যাওয়া wow সিগনাল যা পরবর্তীতে যেটা পালসার প্রমাণিত হয়। এছাড়া ২০১৯ সালে আমাদের পাশের নক্ষত্র আলফা সেন্টোরি থেকে সংকেত পাওয়া যায় আর এটে গুরুত্বপূর্ণ ছিলো কারণ এর পাশে কয়েকটি গ্রহ অবস্থিত । কিন্তু ২ বছর পর জানা যায় এটা আসলে মানুষের ভুলের ফলে হওয়া।