অন্যান্য

লকডাউনে চলাফেরা করতে লাগবে ‘মুভমেন্ট পাস’

জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য চিকিৎসা, ওষুধ, পণ্য পরিবহনসহ মোট ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ

করোনাভাইরাস সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে “মুভমেন্ট পাস” ছাড়া বাইরে বের হতে পারবে না কেউ।

জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য চিকিৎসা, ওষুধ, কৃষি পণ্য পরিবহন ও চাকরিসহ মোট ১৪টি শ্রেণিতে দেওয়া হবে মুভমেন্ট পাস।

যেভাবে পাওয়া যাবে “মুভমেন্ট পাস”

movementpass.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য পাস সংগ্রহ করতে পারবেন যে কেউ। তবে প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।

20210413 053424

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যার জন্য পাসটি দরকার সেই ব্যক্তির নাম, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয় পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যে স্থানে যাচ্ছেন সেখানের নাম, যেখান থেকে যাবেন সেই স্থানের নাম ও যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করে উল্লেখিত লিংকে আবেদনের পর পুলিশ অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস ইস্যু করবে। এই কোডটি স্ক্যান করেই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করবেন।

তবে চলাচলের পাস প্রদানের জন্য একটি বিশেষ অ্যাপও বাস্তবায়ন করছে পুলিশ। যেটি ব্যবহার করে জরুরি প্রয়োজনে পাস পাবেন যে কোনো ব্যক্তি।

Facebook Comments

Related Articles

Back to top button