ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এলো ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ফেসবুকে এখন ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট ও নোটস স্থানান্তর করতে পারবেন গুগল ডকুমেন্টস, ব্লগার ও ওয়ার্ডপ্রেস ডটকমের মতো সেবায়। সোমবার (১৯ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ এ সুবিধার ঘোষণা দিয়েছে।
ফেসবুক জানিয়েছে যে, তারা এমন একটি পদ্ধতি আনছে, যাতে ব্যবহারকারীরা তাদের পোস্ট অন্য ক্ষেত্রে স্থানান্তর করে নিতে পারে।
ফেসবুকের প্রাইভেসি অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক স্টিভ স্যাটারফিল্ড এক ব্লগ পোস্টে বলেছেন, তারা আশা করছেন, ব্যবহারকারীর তথ্য অন্য প্ল্যাটফর্মে স্থানান্তর করার বিষয়টি সহজ করতে নীতিনির্ধারক, ডেভেলপার ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হবে।
স্যাটারফিল্ড আরও বলেন, ‘আমরা তথ্যের ধরন ও সহযোগীদের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়াব। তবে এখন সঠিক নিয়মকানুন ছাড়া তথ্য স্থানান্তরের জন্য যে ইকোসিস্টেম তৈরি করব, তা ফলপ্রসূ হবে না।’
পোস্ট ও নোট তথ্য স্থানান্তর করতে ফেসবুক ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে। সেখান থেকে ইয়োর ফেসবুক ইনফরমেশনে ক্লিক করতে হবে। এরপর ট্রান্সফার ইয়োর ইনফরমেশন বিষয়টি পাওয়া যাবে। সেখানে পাসওয়ার্ড দিয়ে ‘চিজ ডেসটিনেশন’ নির্বাচন করতে হবে। এরপর যে প্ল্যাটফর্ম তথ্য স্থানান্তর করার জন্য ব্যবহারকারী ঠিক করে দেবে, সেখানে গিয়ে ‘কনফার্ম ট্রান্সফার’ ঠিক করে দিলে ফেসবুকের তথ্য স্থানান্তর হয়ে যাবে।
ফেসবুক ইতিমধ্যে গুগল ফটোজ, ড্রপবক্স, ব্ল্যাকবেজের মতো সেবাতে ছবি স্থানান্তর করার সুবিধা দেয়। এ ছাড়া ব্যবহারকারী ফেসবুককে যেসব তথ্য দেন, তার কপি চাইলেও ডাউনলোড করে নিতে পারেন।