অন্যান্য

প্রমোশনাল এসএমএস বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু

প্রতিদিন ৮-১০ টি এসএমএস এর নোটিফিকেশন পান না এমন মোবাইল ব্যবহারকারী পাওয়া দুষ্কর। এই এসএমএস গুলো আসে মোবাইল সেবাদানকারী কোম্পানি থেকে। তারা তাদের বিভিন্ন ধরণের অফার মানুষকে জানাতে এই এসএমএস সেন্ড করে থাকে। এই বিরক্তিকর সেবা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করেছে।

গ্রাহক ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলে মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে।

এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করে প্রমোশনাল এসএমএস বন্ধ যায়।

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।

গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৭*১*২*১#, রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হবে।

Facebook Comments

Related Articles

Back to top button