অন্যান্য

উইন্ডোজের নতুন ভার্সন ‘Windows 11’ আনছে মাইক্রোসফট কর্পোরেশন

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বাজারে আসছে উইন্ডোজ-১১(Windows 11)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জুন ২০২১ তারিখে উদ্বোধন করা হবে নতুন এই ‘উইন্ডোজ ১১’।

চলতি মাসের দ্বিতীয়ার্ধে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ’–এর ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ঘোষণাটি আসবে ২৪ জুনে। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি এরই মধ্যে সংবাদমাধ্যমগুলোকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো শুরু করেছে। সেখানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানে নতুন ঘোষণা দেবেন। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

সপ্তাহখানেক আগেই অবশ্য উইন্ডোজের নতুন সংস্করণের ইঙ্গিত দিয়েছিলেন নাদেলা। উইন্ডোজের ইউজার ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আসতে পারে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত ‘সান ভ্যালি’।

অবশ্য নতুন আইকন, ফাইল এক্সপ্লোরারের উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এরই মধ্যে উইন্ডোজ ১০-এ এসেছে। এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে মাইক্রোসফট।

কি থাকছে উইন্ডোজের নতুন ভার্সনে? এটা কি ব্যবহারকারীদের মন রক্ষা করতে পারবে? উইন্ডোজ-এর অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। এবং উইন্ডোজ-৮ ব্যবহারকারীদেরকে বিনা পয়সায় উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিল উইন্ডোজ-১০ ই হবে হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন। কিন্তু সেই প্রতিশ্রুতিও মাইক্রোসফট রাখতে পারলো না কারণ উইন্ডোজ-১০ এও রয়েছে বেশ কিছু বাগ, তাই সব ভুলভ্রান্তি দুর করে নতুন করে একটি আধুনিক মাপের অপারেটিং সিস্টেমের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন।

কী থাকছে উইন্ডোজ-১১ এ?
সফটওয়্যার নির্মাতাদের জন্য কাজ করার কথা বলেন নাদেলা। Windows 11 এর মূল চমক হচ্ছে এর ‘মাইক্রোসফট স্টোর’। উইন্ডোজ-৮ ও উইন্ডোজ-১০ স্বল্প পরিসরে ‘মাইক্রোসফট স্টোর’ থাকলেও নতুন এই ভার্সনের জন্য মাইক্রোসফট স্টোরকে ডিজাইন করা হয়েছে নতুনভাবে। উইন্ডোজ এর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকবে এই ‘মাইক্রোসফট স্টোর’-এ এবং এখান থেকেই ইন্সটল করতে হবে সবকিছু। তবে নতুন এই ‘মাইক্রোসফট স্টোর’ এ বড় ধরনের সুযোগ রয়েছে ডেভেলপারদের জন্য। এই স্টোরে ডেভেলপাররা তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন আপলোড করে রাখতে পারবেন এবং ব্যবহারকারীরা ফ্রি কিংবা টাকার বিনিময়ে সেসব অ্যাপ্লিকেশন সরাসরি ‘মাইক্রোসফট স্টোর’ থেকে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন, ঠিক যেমনটি গুগল প্লে-স্টোর এর ক্ষেত্রে হয়ে থাকে।

ইউজার ইন্টারফেস কিংবা লুক-এন্ড-ফিল এর বেলাতেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলিতে চারকোনাচের পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির। সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। তবে চলমান উইন্ডোজ ১০ কে এই নতুন এই উইন্ডোজ ১১ ভার্সনে আপডেট সুবিধা নাও থাকতে পারে অর্থ্যাৎ এই ভার্সনটি নতুন করে কিনে নিতে হবে।

সব মিলিয়ে চমক দেখার অপেক্ষায় থাকুন আগামী ২৪জুন।

Facebook Comments

Related Articles

Back to top button